আমরা ঈশ্বরের বাক্যের শক্তি দেখতে পাই যখন আদম ও হবা সদসদ্ জ্ঞান-দায়ক বৃক্ষ থেকে খেয়ে মারা গিয়েছিল; ক্রুশের উপর ডান দিকের ডাকাত রক্ষা পেয়েছিল; দুজন অন্ধ লোক সুস্থ হয়েছিল; যে স্ত্রী বারো বছর ধরে প্রদর রোগগ্রস্ত ছিল সে সুস্থ হয়েছিল। এবং এই সত্যের মাধ্যমে যে, যে কেউ নিস্তারপর্বে অংশগ্রহণ করার দ্বারা যীশুর মাংস ভোজন এবং রক্ত পান করবে সে অনন্ত জীবন পাবে।
পুত্রের যুগে, যীশু একাই তাদের জীবন জল দিয়েছিলেন যারা তাঁর কাছে কুটীর পর্বের শেষ এবং প্রধান দিনে এসেছিল। পবিত্র আত্মার যুগে, যারা খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরের কাছে আসবে, যাঁরা আত্মা এবং কন্যা হিসাবে এসেছেন, তারা জীবন জল পাবে, এটিই হল পবিত্র আত্মা। তারাই হল সেই লোক যারা ঈশ্বরের বাক্যের শক্তিতে সবকিছু সম্পন্ন করতে পারবে।
যীশু দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে কহিলেন, কেহ যদি তৃষ্ণার্ত্ত হয়, তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। যাহারা তাঁহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন; ...
যোহন ৭:৩৭-৩৯
আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইস। যে শুনে, সেও বলুক, আইস। আর যে পিপাসিত, সে আইসুক; যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-জল গ্রহণ করুক।
প্রকাশিত বাক্য ২২:১৭
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি