যদি আমরা পশুর হই, আমরা পশুর ছাপ ধারণ করব, যা নরকের শাস্তিতে নিয়ে যায়। আমরা ঈশ্বরের থেকে উদ্ধারের ছাপ প্রাপ্ত করব যখন আমরা খ্রীষ্ট আনসাংহোং, যীশুর নতুন নাম, এবং স্বর্গীয় মাতা নতুন যিরূশালেমকে অনুভব করব এবং তাঁদের দৃঢ়ভাবে বিশ্বাস করব।
বাইবেল ভবিষ্যদ্বাণী করে যে তাঁর সন্তানদের কপালে ঈশ্বরের মুদ্রাঙ্কিত করার মহান কার্য নিস্তারপর্ব সহ তাঁর আজ্ঞা সকলের মাধ্যমে পৃথিবীর প্রান্ত কোরিয়া দেশ থেকে শুরু হচ্ছে, যে দিকে সূর্য উদিত হয়।
আর আমি দেখিলাম, “সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে; ... আর সেই নাগ আপনার পরাক্রম ও আপনার সিংহাসন ও মহৎ কর্ত্তৃত্ব তাহাকে দান করিল ... সকলকেই দক্ষিণ হস্তে কিম্বা ললাটে ছাব ধারণ করায়; আর ঐ পশুর ছাব অর্থাৎ নাম কিম্বা নামের সংখ্যা যে কেহ ধারণ না করে, তাহার ক্রয় বিক্রয় করিবার অধিকার বদ্ধ করে।
প্রকাশিত বাক্য ১৩:১-১৭
পরে দেখিলাম, আর এক দূত সূর্য্যের উদয় স্থান হইতে উঠিয়া আসিতেছেন, তাঁহার কাছে জীবন্ত ঈশ্বরের মুদ্রা আছে; তিনি উচ্চৈঃস্বরে ডাকিয়া, যে চারি দূতকে পৃথিবীর ও সমুদ্রের হানি করিবার ক্ষমতা প্রদত্ত হইয়াছিল, তাঁহাদিগকে কহিলেন, আমরা যে পর্য্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণকে ললাটে মুদ্রাঙ্কিত না করি, সে পর্য্যন্ত তোমরা পৃথিবীর কিম্বা সমুদ্রের কিম্বা বৃক্ষসমূহের হানি করিও না।
প্রকাশিত বাক্য ৭:২-৩
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি