এদন উদ্যানের ব্যবস্থা, পুরাতন নিয়মের ব্যবস্থা এবং যীশুর দ্বারা স্থাপিত নতুন নিয়মের ব্যবস্থা এই সমস্তই ভবিষ্যতে মানবজাতিকে উজ্জ্বল মহিমা ও খুশী দেওয়ার জন্য এলোহীম ঈশ্বরের দ্বারা স্থাপন করা হয়েছিল।
আজকের দিনে, ঈশ্বর দানিয়েল নবী সহ অনেক নবীদের দ্বারা আমাদের শিক্ষা দেন যে, ঈশ্বরের আজ্ঞা ও ব্যবস্থা থেকে সরে যাওয়াকে ব্যবস্থালঙ্ঘন, দুষ্টতা এবং বিদ্রোহ বলে বিবেচনা করা হয়।
ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা তাদের হৃদয়ে খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরের শিক্ষা অঙ্কিত করে, যাঁরা তাদের ঈশ্বরের সবথেকে ছোট শিক্ষাকেও অবহেলা না করার, বরং বাইবেল অনুসারে কাজ করার নির্দেশ দিয়েছেন।
যেহেতু যীশু নতুন নিয়মের ব্যবস্থা স্থাপন করেছিলেন এবং এমনকি এটা পালন করার উদাহরণ দেখিয়েছিলেন, তাই তারা বিশ্রামদিন ও নিস্তারপর্ব সহ তিন বারের সাত পর্ব পালন করে।
সে পরাৎপরের বিপরীতে কথা কহিবে, ... ও ব্যবস্থার পরিবর্ত্তন
করিতে মনস্থ করিবে, ... পরে বিচার বসিবে, তাহার কর্ত্তৃত্ব তাহা হইতে
নীত হইবে, শেষ পর্য্যন্ত তাহার ক্ষয় ও বিনাশ করা যাইবে।
আর রাজত্ব, কর্ত্তৃত্ব ও সমস্ত আকাশমণ্ডলের অধঃস্থিত রাজ্যের মহিমা
পরাৎপরের পবিত্র প্রজাদিগকে দত্ত হইবে; তাঁহার রাজ্য
অনন্তকালস্থায়ী রাজ্য, এবং সমস্ত কর্ত্তৃত্ব তাঁহার সেবা করিবে ...
দানিয়েল ৭:২৫-২৭
আমি তাহার জন্য আপন ব্যবস্থার দশ সহস্র কথা লিখি;
সে সকল বিজাতীয়রূপে গণিত হয়।
হোশেয় ৮:১২
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি