যদি আমরা নতুন নিয়মের সুসমাচার বিশ্বাস করি, সঠিকভাবে ঈশ্বরের ব্যবস্থা বুঝি এবং এটা পালন করি, তাহলে আমরা অনন্ত জীবন পেতে পারব, রাজকীয় যাজক হতে পারব এবং ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারব।
তাছাড়াও, ঈশ্বর ব্যবস্থা আমাদের খ্রীষ্ট আনসাংহোং এবং স্বর্গীয় মাতা নতুন যিরূশালেমের কাছে পরিচালিত করবে, আমাদের অনন্ত উদ্ধারে পরিচালনা করবে।
যিশাইয় সহ নবীরা আমাদের বলেছেন যে এই বিশ্বাস “আমাদের ঈশ্বরের ব্যবস্থা পালন করার দরকার নেই” অবশেষে পৃথিবীতে অনেক বিপত্তির দিকে পরিচালিত করেছিল।
যারা নির্ধারিত অনুসারে ঈশ্বরের ব্যবস্থা পালন করে তারা আনন্দ, খুশী এবং শান্তি অনুভব করবে, অন্যদিকে যারা ঈশ্বরের ব্যবস্থা অস্বীকার করে তাদের চিন্তার ফল হিসাবে বিপত্তি ও অভিশাপের সম্মুখীন হবে।
অতএব হে জাতিগণ, শুন; হে মণ্ডলি, তাহাদের মধ্যে কি কি আছে, জ্ঞাত হও।
হে পৃথিবী, শুন, দেখ, আমিই এই জাতির উপরে অমঙ্গল আনিব, তাহাদের কল্পনাসমূহের ফল বর্ত্তাইব, কারণ তাহারা আমার বাক্যে অবধান করে নাই; আর আমার ব্যবস্থা, তাহারা তাহা হেয়জ্ঞান করিয়াছে।
যিরমিয় ৬:১৮-১৯
এবং ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, [ইহা তখনই হইবে] যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন,
এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন।
২ থিষলনীকীয় ১:৭-৮
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি